আপনার প্রবেশ ও প্রস্থানের সময় আপনার সাথে যদি ৬০০০০ রিয়ালের অধিক থাকে, সেটা স্বর্ণ / ডলার / টাকা / ক্যাশ রিয়াল যেকোনোটা থাকলে আপনাকে ট্যাক্স দিতে হবে।
#tax #saudicustoms #shorts #immigration #visa #hajj #umrah
হজের লাগেজ এবং কিছু দরকারি পরামর্শ ।
হজের লাগেজ এবং কিছু দরকারি পরামর্শ । ৯ মে ২০২৪ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট । হজযাত্রীদের অনেকের জানার আগ্রহ, লাগেজ ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত। হজের সফর হয় কম বেশি ৪০ দিন । তাই ন্যূনতম লাগেজ হবে দুইটা। একটি বড় লাগেজ যা বিমানে বুকিংএ দেওয়া হয়, অন্যটি হাতব্যাগে। বিমানে হাতে ৭ কেজি ব্যাগ বহন করা যায়। রোড টু মক্কার অধীনে লাগেজগুলো ঢাকা বিমানবন্দর থেকে সরাসরি মক্কা বা মদিনার বাসায় পৌঁছে যায়। নানাবিধ কারণে কারও কারও লাগেজ ব্যাগ হারিয়ে যায়। যদিও দেশে ফেরার আগে লাগেজ ফেরত পাওয়া যায়। ফলে ওই কয়দিন হজযাত্রীর অসুবিধা হয়। হজযাত্রী সৌদি আরবে পৌঁছে বিড়ম্বনায় পরলেও যাতে পরিস্থিতি মোকাবিলা করা যায় সে ক্ষেত্রে কিছু পরামর্শ দেওয়া হলো। • হজের সফরে প্রয়োজনীয় জিনিসগুলোকে দুই লাগেজে (বড় লাগেজ ও হাত ব্যাগে) ভাগ করে নিতে হবে। • ৫০ দিনের সফরে ধরা যাক, ১০ সেট কাপড় নেবেন। এর থেকে ৪ সেট কাপড় হাত ব্যাগে নিতে পারেন। বাকি ৬ সেট বড় লাগেজে থাকবে। • ৫০ দিনের ওষুধগুলো দুটি ভাগে ভাগ করুন। ২০ দিনের ওষুধ থাকবে হাত ব্যাগে বাকি ৩০ দিনের ওষুধ বড় লাগেজে নেবেন। • মক্কা মদিনায় শুষ্কতার কারণে হাত, পা, ত্বক
Comments
Post a Comment